কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আটক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। মঙ্গলবার দুপুর ২টায় নয়াপল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হবে।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্যাহ আমান।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, রাজধানীসহ সারা দেশের মহানগর ও জেলাগুলোয় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আটক নেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ-গণমিছিল কর্মসূচি পালন করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন