বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের গ্রেফতার এবং গুলিতে একজন নিহতের প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও উত্তর জেলা এবং অশ্বিনী কুমার হলের সামনে একই সময় বিক্ষোভ সমাবেশ করে জেলা (দক্ষিণ) বিএনপি।
মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ ও মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবিরসহ অন্যান্য নেতা।
অপরদিকে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সদস্য সচিব আকতার হোসেন মেবুল ও জেলা (দক্ষিণ) যুবদলের সাধারণ সম্পাদক এএইচএম তসলিম উদ্দিনসহ অন্যান্য নেতা।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীদের আটক রেখে প্রতিবাদ বন্ধ করা যাবে না। সরকার পতনের আন্দোলন চলবে। শত ভয় ভীতি উপেক্ষা করে ঢাকায় যেভাবে গণসমাবেশ সফল হয়েছে তেমনি সারাদেশে সরকারবিরোধী আন্দোলনে মানুষ ঝাঁপিয়ে পড়বে।
এদিকে বিএনপির পৃথক সমাবেশকে ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সদর রোডসহ আশপাশ এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/ফারজানা
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        