ঢাকায় গণসমাবেশে বিএনপি জনগণের সাড়া পায়নি। ১০ ডিসেম্বর জনগণ বলে দিয়েছে শেখ হাসিনার কাছেই দেশ নিরাপদ। জনগণের মতে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
মঙ্গলবার ঢাকা-১৪ আসন অন্তর্গত কাউন্দিয়া এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এসময় প্রায় ১৫০০ জনের মাঝে এই বস্ত্র বিতরণ করা হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সমাজের অস্বচ্ছল মানুষদের সব সময় খোঁজ রাখেন। এসময় তিনি এলাকাবাসী উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
বঙ্গবন্ধুর মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে বিএনপি-জামায়াত লিপ্ত জানিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় বিজয়ী করার মাধ্যমে বিএনপি-জামায়াতকে দাঁতভাঙা জবাব দেবে জনগণ।
বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম খান, কাউন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মেসের আলী।
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        