বাসের জানালা দিয়ে থুতু ফেলার জন্য মাথা বের করতেই কাভার্ডভ্যানের ধাক্কায় সাইদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর পিলখানা ১ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদ কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. খলিল মিয়ার ছেলে। স্থানীয় একটি কিন্ডারগার্টেনে চতুর্থ শ্রেণিতে পড়তো সে। দুই ভাই, এক বোনের মধ্যে সাইদ ছিলো দ্বিতীয়।
নিহতের খালাতো ভাই মো. আরিফ জানান, ১২ ডিসেম্বর সাইদের বড় বোন খাদিজা আক্তারের বিয়ে হয়েছে হাজারীবাগ সিটি কলোনিতে। বুধবার দুপুরে তারা একটি বাস নিয়ে বউভাতে হাজারীবাগ আসেন। সন্ধ্যায় বর-কনেসহ কুমিল্লার উদ্দেশে রওনা দেন। বাসটি যখন বিজিবি ১ নম্বর গেট এলাকায় জ্যামে আটকে ছিল, তখন জানালা দিয়ে থুতু ফেলার জন্য মাথা বের করে সাইদ। সঙ্গে সঙ্গে একটি কাভার্ডভ্যান তার মাথায় আঘাত করে। পরে গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই