রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে একটি জুতার কারখানায় আগুন লেগেছে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, বিকাল ৫টার দিকে পুরান ঢাকার নাজিরা বাজারে জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ৫টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পৌঁছায়। পরে আরও চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ