গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ সময় ৪টা ২০ মিনিটে চেন্নাই এর এপোলো ক্যানসার হাসপাতালে পারভীন আলম মৃত্যুবরণ করেন। তার বাবা শহিদ সলিমুল্লাহ ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহিদ হন। পারভীন আলম এর ভাই সাদি মোহাম্মদ ও শিবলী মোহাম্মদ বাংলাদেশের স্বনামধন্য দুই সংগীত ও নৃত্য শিল্পী। মৃত্যুর সময় পারভীন আলম দুই সন্তান রেখে যান। তার বড় ছেলে সৈয়দ গাউসুল আলম শাওন (ম্যানেজিং পার্টনার ও কান্ট্রি হেড, গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ) এবং ছোট মেয়ে সৈয়দা ফারাহ মাহজাবীন।
আগামীকাল শুক্রবার বাদ জুমা (জুমার নামাজের পর) মোহাম্মদপুর ঈদগাহ জামে মসজিদে (গোরস্থান সংলগ্ন) মরহুমার নামাজ-এ-জানাজা সম্পন্ন করা হবে। পারভীন আলমের জন্ম ১৯৫২ সালের ১১ জানুয়ারিতে।