মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সুখী, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের পর রাজশাহী পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনি করা হয়। এর মধ্য দিয়ে রাজশাহী মহানগরে বিজয় দিবস উদযাপন শুরু হয়।
বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী মহানগরীর প্রতিটি শহীদ মিনারে মানুষের ঢল নামে। নগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনার ও রাজশাহী কলেজ শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সাংস্কৃতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে ৭ টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন- বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন করেন- বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ। এরপর রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মো.আবু কালাম সিদ্দিক, জেলা পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে ঐতিহাসিক ভুবন মোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে সেখানে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সকাল ৯ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি সেখানে বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে অভিবাদন গ্রহণ করেন। এ সময় ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল