নারায়ণগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল র্যালি করেছে জেলা বিএনপি। র্যালিতে হাজার হাজার নেতাকর্মীর সরব উপস্থিতি দেখা গেছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে বিএনপি নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেলের নেতৃত্বে এ র্যালিটি হয়।
র্যালিটি শহরের মূল সড়কে প্রদক্ষিণ শেষে চাষাঢ়া বিজয় স্তম্ভে এসে শ্রদ্ধা নিবেদন করে। মিছিলে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
এর আগে সকাল থেকে জেলা বিএনপি, বিভিন্ন উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী মিছিলসহ জাতীয় পতাকা হাতে চাষাঢ়া প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        