গাজীপুর থেকে ১০০ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ১০০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন ও নগদ ছয় হাজার ১৯৫ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুর সদর থানাধীন হাড়িনাল কাঁচাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক মাদককারবারিরা হলেন- মো. রবিউল মিয়া (২৪), স্বপন মিয়া (২০), মো. ইয়াছিন মিয়া (১৯) ও মো. আকরাম হোসেন (১৯)।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুমিল্লা থেকে একটি প্রাইভেটকারযোগে অবৈধ মাদকদ্রব্য বহন করে গাজীপুর সদর থানা এলাকার উদ্দেশ্যে যাচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে জানতে র্যাবের আভিযানিক দল গাজীপুর সদর থানাধীন হাড়িনাল কাঁচাবাজারের তাজ জেনারেল স্টোরের সামনে চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ