গাজীপুর সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন দেউলিয়াবাড়ি এলাকার রাসেল মিয়ার ঝুট গোডাউনে আগুন দেখতে পায়। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডিবিএলের একটি ইউনিট, জয়দেবপুরের দুইটি ইউনিট এবং কাশিমপুর সারাবোর একটি ইউনিটসহ মোট ৪টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টায় সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল