রংপুর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় পুনরায় নির্বাচনের ঘোষণা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।
জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে ২৬ নম্বর ওয়ার্ডে মো. শাহাজাদা ঠেলাগাড়ি প্রতীকে ও সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে ৩ হাজার ১৯৭ ভোট পেয়েছেন। এছাড়া এম. এ রাজ্জাক মন্ডল লাটিম প্রতীকে এক হাজার ৮৯২ ভোট পান। ওই ওয়াার্ডে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জন।
নির্বাচন কর্মকর্তা আফতাব হোসেন বলেন, দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ২৬ নং ওয়ার্ডে পুনরায় ভোটগ্রহণ করা হবে। ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত