রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। অনেকেই ঠিক সময় গাড়িতে উঠে গন্তব্যে পৌঁছাতে পারেননি। ৩০ মিনিটের পথ অতিক্রম করতে ২ ঘণ্টার বেশি সময় লাগছে। যানজট নিরসনে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মনিবুর রহমান বলেন, টঙ্গীতে একটা সড়কে ইউটার্নের ব্যবস্থা করা হয়েছে। এ কারণে যানজট হচ্ছে। আরেকটি কারণ হলো, আশুলিয়ার সড়কে গাড়ির চাপ বেশি এবং সেখানে কোনো সড়ক বিভাজক নেই।
পুলিশ কর্মকর্তা মনিবুর রহমান আরও বলেন, ঢাকার গাড়িগুলো অনেক গতি নিয়ে বের হয়। কিন্তু যখন এক গাড়ি ইউটার্নে যায়, তখন স্বভাবতই গতি কমে আসে এবং এর পেছনে অনেক গাড়ি দাঁড়িয়ে যায়। এতে এই সড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। এ কারণে উত্তরায় যানজট বেশি।
আশুলিয়া প্রসঙ্গে তিনি বলেন, সেখানে সড়কটি এমনিতেই সংকীর্ণ। এরপর সেখানে বিশ্ব ইজতেমার গাড়িগুলো আসছে। কিন্তু কোনো বিভাজক না থাকায় ওদিক থেকে আসা গাড়িগুলো সামনে প্রতিবন্ধকতা তৈরি করছে।
বিডি প্রতিদিন/ফারজানা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        