ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী বলেছেন, আওয়ামী লীগ গণমানুষের দল। সব সময়, সব পরিস্থিতিতে জনগণের পাশে থাকে। প্রাকৃতিক দুর্যোগ ও কিংবা মনুষ্যসৃষ্ট দুর্যোগেও আওয়ামী লীগ পাশে থাকে। অন্যদিকে, বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে।
আজ বিকালে রাজধানীর মেরাজনগরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের আয়োজনে শীতার্তদের মাঝে ৩ হাজার কম্বল ও ১ হাজার শাল চাদর বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাউন্সিলর আকাশ কুমার ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন। এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য, অ্যাডভোকেট আসমা আক্তার কেকা, আবুল বাশার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর সাহিদা বেগম, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মো. শহিদ উল্যাহ, সাবেক দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক, কদমতলী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিহাদ মাতুব্বর, আম্বিয়া জাহান মুক্তা, মোর্শেদুজ্জামান, রতন দেওয়ান, বিলকিছ আক্তার কলি, মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ কদমতলী থানা ও ৫৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কম্বল বিতরণ কর্মসূচি আগামী এক সপ্তাহ যাবৎ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলমান থাকবে বলে জানিয়েছেন কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।
আবু আহমেদ মন্নাফী আরু বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু একজন সাহসী নেতা ছিলেন। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা তার চেয়ে কোন অংশে কম সাহসী নয়, তিনি অত্যন্ত দুর্দান্ত সাহসী। ২১ বার উনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। পৃথিবীর সবচেয়ে উন্নতমানের আর্জেন্ট গ্রেনেড হলো শক্তিশালী সেই গ্রেনেড দিয়ে হত্যার জন্য হামলা করা হয়েছিল।
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        