পৌর মেয়রদের সংগঠন মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) সভাপতি পদে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ পুনঃনির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার কক্সবাজারে সংগঠনের সাধারণ সভায় তাদের পুনরায় এসব পদে নির্বাচিত করা হয়। এছাড়া সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণিকে সিনিয়র সহ-সভাপতি এবং কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমানকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। তাছাড়া ম্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৬১ পদের মধ্যে বাকি পদগুলো আগামী ৪০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে তালিকা প্রকাশের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সাধারণ সভার আগে টেকসই নগর বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, ম্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এ্যাড. আজমত উল্লা খান। তাছাড়া সভায় দেশের ৩২৯টি পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত