১৪ জানুয়ারি, ২০২৩ ১৮:১৮

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। শনিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর তালাইমারির পদ্মা লাইব্রেরি থেকে আলুপট্টি পর্যন্ত পরিচ্ছন্ন কার্যক্রম করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নিজে অংশগ্রহণ করেন। তিনি রাস্তায় পড়ে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা ঝাড়ু দিয়ে নিজ হাতে পরিষ্কার করেন এবং সেগুলো রাস্তা থেকে বস্তায় ঢুকিয়ে ডাস্টবিনে ফেলে দেন।

সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন, বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতে প্রতি বছর ১৪ জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন দিবস পালন করা হয়। এরই অংশ হিসাবে বিশ্বের সব রাষ্ট্রে ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের কার্যালয়েও দিবস উপলক্ষে প্রতীকি আনুষ্ঠানিকতা উদযাপন করা হয়। 

উল্লেখ্য, ভারত জুড়ে স্বচ্ছতা পাক্ষিক ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পনের দিন পালন করে সারা বিশ্বে ভারতীয় হাইকমিশনে। ২০১৪ সালে মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বচ্ছতা অভিযানটি প্রথম প্রয়োগ করা হয়েছিল।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর