রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন এক যুবক। শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবকের নাম মো. হৃদয় (৩৪)। তিনি একটি মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের সেলসম্যান।
পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী হৃদয়কে ঢামেকে নিয়ে যাওয়া ওই মেডিকেল ইকুইপমেন্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের ম্যানেজার আলী হোসেন জানান, কিছু পণ্য দিয়ে হৃদয়কে আজ সেলসের জন্য পাঠানো হয়। তিনি সেগুলো বিক্রি করে বাসে চেপে অফিসে ফিরছিলেন। পথে বাসের মধ্যে সুকৌশলে কিছু খাইয়ে তাকে অচেতন করা হয়। তার কাছে থাকা ৩০ হাজার টাকা ও একটি দামি মোবাইল ফোন নিয়ে যায়। পরে জনপথ মোড় এলাকায় অচেতন অবস্থায় ফেলে রাখা হয়। তার কাছে থাকা অফিসিয়াল ফোন দিয়ে পথচারীরা বিষয়টি আমাদের জানান। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ