ইজতেমার ১ম পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে রবিবার লাখ লাখ মানুষের সমাগম হবে। এজন্য শনিবার মধ্যরাত থেকে তিনটি সড়ক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। শনিবার সকালে ইজতেমা ময়দানের পাশে শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়ামে পুলিশের কেন্দ্রীয় কন্ট্রোল রুমে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১২ টার পরে থেকে টঙ্গীর ইজতেমা মাঠ সংলগ্ন রাস্তাগুলো আখেরি মোনাজাতের উদ্দেশে বন্ধ থাকবে। রাস্তাগুলো হলো- কামারপাড়া রোড, টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস, আশুলিয়া অর্থাৎ আব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপাইলের রোড।
সেক্ষেত্রে ভোগড়া থেকে তিনশ’ ফিট পর্যন্ত বাইপাস হয়ে চলে যাবে ঢাকাগামী লোকজন। যেসব মুসল্লি বা লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবেন, তারা বাইপাইল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহের দিকে চলে যাবেন। তিনি আরো জানান, তবে একাধিক স্পেশাল ট্রেন চলমান থাকবে। ঢাকা থেকে যারা ইজতেমায় আসতে চায় তারা ট্রেন ব্যবহার করতে পারবে। পুলিশ কমিশনার আরো বলেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। সাদা পোশাক, পোশাক ধারীসহ প্রতিটি খিত্তায় আমাদের লোক রয়েছে। এছাড়াও সিসি ক্যামেরা, রুফটপ, ড্রোনসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে।
এ সময় ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোহাম্মদ ইলিয়াস শরীফ, অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক (এডিশনাল ডিআইজি) আবু সুফিয়ান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো: দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) মোহাম্মদ ইলতুৎমিশ, উপ-কমিশনার (ট্রাফিক) মো: আলমগীর হোসেন, অপরাধ বিভাগের উপ-কমিশনার (উত্তর) আবু তোরাব মো: শামসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল