টঙ্গী ইজতেমা ময়দানে আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার বার্ধক্যজনিত কারণে তারা মারা গেছেন বলে জানা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। জানাজা শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মধ্য কামার গ্রামের আদিল আলী সিকদারের ছেলে আক্কাস আলী সিকদার (৫০)। চট্টগ্রামে সদরের রাওজান গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৭০) ও নরসিংদী জেলার মনোহরদী থানার মাছিমপুর গ্রামের রহমত উল্লাহ’র ছেলে হাবিবুর রহমান হবি (৭০)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানের লাশের জিম্মাদার মাওলানা মোহাম্মদ শাকের।
বিডি প্রতিদিন/এমআই