১৪ জানুয়ারি, ২০২৩ ২১:০০
শ্রাবণ-জুয়েলের নিন্দা ও প্রতিবাদ

পিতার মৃত্যুতে প্যারোলে মুক্তি মিলল না ঢাবি ছাত্রদল নেতার

নিজস্ব প্রতিবেদক

পিতার মৃত্যুতে প্যারোলে মুক্তি মিলল না ঢাবি ছাত্রদল নেতার

মো. আব্দুর রহিম রনি

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্যার সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সভাপতি মো. আব্দুর রহিম রনির পিতা মহসিন মোল্লা শনিবার ভোরে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পিতার জানাজায় অংশ নিতে রনির পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির আবেদন জানালেও অনুমতি দেয়া হয়নি। ফলে তিনি পিতার লাশ দেখা কিংবা জানাজায় অংশ নিতে পারেননি। 

এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ‘প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের এমন আচরণকে গর্হিত ও অমানবিক’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুম মো. মহসিন মোল্লার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি শোক ও সমবেদনা জানান।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর