দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম ও ৮ম শ্রেণির অনন্য মেধাবী দশ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করেছে আব্দুল হালিম পাটওয়ারী ফাউন্ডেশন (এএইচপিএফ)। আজ শনিবার ঢাকায় আইডিয়াল কমার্স কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা সচিব ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান। এতে সভাপতিত্ব করেন আয়োজক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. এমএ হালিম পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন ইউসিসি গ্রুপের পরিচালক কামাল উদ্দিন পাটওয়ারী, আইডিয়াল ল' কলেজ অধ্যক্ষ আলমগীর হোসেন পাটওয়ারী, আইডিয়াল কমার্স কলেজ অধ্যক্ষ বিল্লাল হোসেন, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ আব্দুল জলিল প্রমুখ।
প্রসঙ্গত, আব্দুল হালিম পাটওয়ারী ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি কার্যক্রমে ৭৮ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ৩ জনকে ট্যালেন্টপুলে ৭ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত