এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ৩ হাজার ২২২ জন ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে পাস করেছে ৩ হাজার ২২১ জন। পাসের হার ৯৯.৯৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭৩৪ জন। জিপিএ-৫ অর্জনের হার ৮৪.৮৮ ভাগ।
বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় ২৫৪৮ জন অংশ নিয়ে পাস করে ২৫৪৭ জন, পাসের হার ৯৯.৯৬ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ২৪১৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ১৬৮ জন। মানবিক বিভাগ থেকে ২৯০ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৪৭ জন।
ফলাফল সম্পর্কে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর সহিদুল ইসলাম বলেন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও পরিশ্রমের ফসল এই ভালো ফলাফল।
বিডি প্রতিদিন/আরাফাত