৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৫৭

মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৯৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৯৭ শতাংশ

এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এবছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ৩ হাজার ২২২ জন ছাত্র-ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে পাস করেছে ৩ হাজার ২২১ জন। পাসের হার ৯৯.৯৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭৩৪ জন। জিপিএ-৫ অর্জনের হার ৮৪.৮৮ ভাগ।

বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় ২৫৪৮ জন অংশ নিয়ে পাস করে ২৫৪৭ জন, পাসের হার ৯৯.৯৬ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ২৪১৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ১৬৮ জন। মানবিক বিভাগ থেকে ২৯০ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১৪৭ জন।

ফলাফল সম্পর্কে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর সহিদুল ইসলাম বলেন, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও পরিশ্রমের ফসল এই ভালো ফলাফল।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর