বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর গৌরব ও সাফল্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গাজীপুরে ব্রি সদর দপ্তরে ব্রি মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ধান গবেষণায় ব্রির অর্ধশতাব্দী’ শীর্ষক এ সিম্পোজিয়ামে দুই সেশনে মোট ১৪টি প্রবন্ধ উপস্থাপন করেন দেশি-বিদেশি উপস্থাপকরা। স্বাগত বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।
সিম্পোজিয়ামে প্রথম সেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। এ সেশনে মোট আটটি প্রবন্ধ উপস্থাপিত হয়। সিম্পোজিয়ামে দ্বিতীয় সেশনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিএসএমআরএইউ) উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন মিয়া।
স্বাগত বক্তব্যে ব্রির মহাপরিচালক জানান, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আটটি হাইব্রিডসহ মোট ১১১টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে ব্রি। তিনি সাম্প্রতিক সময়ে ব্রির আন্তর্জাতিক স্বীকৃতি তুলে ধরে জানান, ২০২০ সালের গ্লোবাল গো টু থিং ট্যাংক সূচক রিপোর্ট অনুসারে (২৮ জানুয়ারি ২০২১ ইউএসএ এর ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া প্রকাশিত) ব্রির অবস্থান দক্ষিণ এশিয়ায় প্রথম, এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে ১৬তম অবস্থানে রয়েছে।
গৌরব ও সাফল্যের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট দুই দিনব্যাপী (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) নানা অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম দিন ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বক্তব্য রাখছেন ব্রির মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর
বিডি প্রতিদিন/হিমেল