দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, এই সরকারকে মোকাবেলা করতে বিএনপিতে ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ আন্দোলনেই স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত হয়। এজন্য আমাদেরকে এই রমজানের সংযম থেকে রাজনীতিতে শৃঙ্খলতা ও নিজেদের মধ্যে দেশপ্রেম তৈরি করে নিতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরার একটি কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর ও উত্তরা পশ্চিম বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেছেন, রাজপথ ছাড়া কোন আন্দোলন ফয়সালা হয়নি। ৫২’র ভাষা আন্দোলন ৬৯’র গণঅভ্যুত্থান ৯০’র স্বৈরাচার বিরোধী গণআন্দোলন, সব আন্দোলনই রাজপথে রক্তের বিনিময়ে ফয়সালা হয়েছে। ইনশাল্লাহ এবারের আন্দোলন রাজপথেই ফয়সলা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সুসংগঠিত থাকতে হবে, তবেই আওয়ামী সরকারের বিদায় ত্বরান্বিত হবে।
উত্তরা পশ্চিম থানা বিএনপির আহবায়ক মেজবাহ উদ্দিন খোকনের সভাপতিত্বে থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হুদা মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক হাজী মো. মোস্তফা জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, মহানগর সদস্য আফাজ উদ্দিন আহমেদ, কাউন্সিলর আলী আকবর, আলাউদ্দিন সরকার টিপু, বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু, মো. হেলাল তালুকদার, আসলাম হোসেন, আলাউদ্দিন আহমেদ, মিজানুর রহমান সবুজ, এস এম মাহাবুব আলম কচি, আলমগীর হোসেন শিশির, যুবদল নেতা শিমুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের মোস্তফা কামাল হ্রদয়, মো. হানিফ মিয়া, ছাএদলের রাসেল বাবু, শ্রমিক দলের কামরুজ্জামানসহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ
বিডি-প্রতিদিন/শফিক