গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা মৌচাক এলাকায় বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ছাত্রদলের মৌচাক শাখার সাংগঠনিক সম্পাদক শরীফ মাহমুদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদলের সাত নেতাকর্মীকে গ্রেফতার করে।
এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্রদলের সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই