বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ডের অসহায়, দুস্থ ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মহানগর বিএনপির সদস্য আফরোজা খানম নাসরিন। শুক্রবার সকালে নগরীর সিএন্ডবি রোড কাজীপাড়া এলাকার রাইসা ভবন চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।
এ সময় ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শরীফ আহমেদ ফিরোজ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য নুরুল ইসলাম পনির, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক লিটন শিকদার, মহানগর ছাত্রদলের সহসভাপতি আশিক হাওলাদার, ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব সাকিব মল্লিক রাতুল, ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ এবং ২২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক ইলিয়াস আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৫ শতাধিক প্যাকেটে চাল, ডালসহ অন্যান্য খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়। প্রতি বছর রমজানে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মহানগর বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন।
বিডি প্রতিদিন/এএ