রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা ২নং গেট এলাকায় গাড়ির ধাক্কায় মো. নূরুল ইসলাম নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহত নূরুল ইসলাম কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুর রশিদের সন্তান। কর্মসূত্রে রাজধানীর যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় বসবাস করতেন।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত চারটার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, পথচারীদের কাছে জানতে পেরেছি যাত্রাবাড়ীর বিবির বাগিচা ২নং গেট এলাকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন