গাইবান্ধা সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সংগঠনের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গাইবান্ধা সদর উপজেলা ও পৌর শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ নির্দেশনা প্রদান করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন