রাজধানীর শাহবাগ সরকারি কর্মচারী হাসপাতালের বিপরীত পাশে ফুটপাত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম মুন্সি জানান, ওই ব্যক্তি ভবঘুরে। দুপুরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরবর্তীতে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ