দেশব্যাপী বিএনপি দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে বাস টার্মিনালের সামনে গিয়ে শেষ হয়। পরে বাসস্ট্যান্ড একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়সহ বিভিন্ন নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/আরাফাত