নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদ ও গণতন্ত্র পুনরুদ্ধার বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার সাহেব বাজার এলাকায় এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ ন ম ইব্রাহিম খলিল, গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ড. ইসরাক আহমেদ সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই