রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের আয়োজনে জেলার ২৬২ জনকে ১৬ লাখ ৩৭ হাজার ৮৬৭ যাকাতের টাকা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ বলেন, ‘যাকাত দারিদ্র বিমোচন ও পুনর্বাসনের হাতিয়ার। ইসলামে যাকাত ফরজ করা হয়েছে। দারিদ্র বিমোচন ও মানবকল্যাণে যাকাতের ভূমিকা অনস্বীকার্য। ধনীরা যদি সঠিক হিসাবে ও স্বচ্ছভাবে গরীবদের মাঝে যাকাত প্রদান করে তাহলে গরিব মানুষের ভাগ্য বদল হবে। সমাজে কোন গরীব মানুষ থাকবে না। ইসলামিক ফাউন্ডেশনের মতো এভাবে যাকাতের অর্থের টাকায় গরীবদের স্বাবলম্বী করার উদ্যোগ নিলে খুব অল্প সময়েই দেশ দারিদ্র্যমুক্ত হবে। যাকাতের উদ্দেশ্য মানুষকে স্বাবলম্বী করা, পরমুখাপেক্ষী করা নয়।’
সভায় জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্।
রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব সাখাওয়াৎ হোসেন, অতিথি জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক ড. মুহম্মদ আব্দুস সালাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক রেজ্জাকুল হায়দার।
বিডি প্রতিদিন/আরাফাত