রংপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এই শান্তি সমাবেশ হয়।
এতে রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিউর রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য কায়সার রাশেদ খান শরীফ, অ্যাডভোকেট দিলশাদ মুকুল, সফিকুল ইসলাম রাহেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি প্রমুখ।বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ