৯ জুলাই, ২০২৩ ১৫:৩৫

‘লন্ডন বার অব এনফিল্ড’ কনস্টিটিউয়েন্সির ডেপুটি মেয়রকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক

‘লন্ডন বার অব এনফিল্ড’ কনস্টিটিউয়েন্সির ডেপুটি মেয়রকে সংবর্ধনা

‘লন্ডন বার অব এনফিল্ড’ কনস্টিটিউয়েন্সির ডেপুটি মেয়র আমিরুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে নোয়াখালীর সেনবাগের বিভিন্ন স্তরের পেশাজীবীরা। 

গত সোমবার রাজধানীর একটি হোটেলে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় অতিথিরা বলেন, আমিরুল ইসলামের এ অর্জন বাংলাদেশ তথা নোয়াখালীর সেনবাগের সব স্তরের মানুষকে গর্বিত করেছে। বাংলাদেশি হয়ে লন্ডনের এমন একটি গুরুত্বপূর্ণ সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার নজিরে সেনবাগের তরুণ সমাজও অনুপ্রাণিত হবে।

অনুষ্ঠানে ইংলান্ডে অবস্থানরত সেনবাগের শিক্ষার্থী এবং যারা উচ্চশিক্ষায় লন্ডনে যেতে চায়, তাদের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন আমিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম। এছাড়াও অর্থনীতিবিদ ড. জামাল উদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম, এফবিসিসিআইর পরিচালক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, বিশিষ্ট শিল্পপতি আবুল খায়ের, এসএ গ্রুপ অব কোম্পানিজের কো-অর্ডিনেটর হাসান মঞ্জুর এবং উপসচিব আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর