বরিশালে জাতীয় ও দলীয় বিভিন্ন কর্মসূচি সফলভাবে পালনের লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা করেছে মহানগর আওয়ামী লীগ। সোমবার বিকেলে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ, সহসভাপতি সাইদুর রহমান রিন্টু, গাজী নঈমুল হোসেন লিটু ও আনোয়ার হোসাইনসহ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, ৩০টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহানগরের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক/আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কগণ অংশগ্রহণ করেন। সভায় আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের কর্মসূচি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন আলোচনা হয়।
সভায় প্রনয়ন করা এসব দিবসের কর্মসূচি পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদায়ী সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
বিডি-প্রতিদিন/শফিক