বরিশালের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-সচিব শহিদুল ইসলাম। তিনি বরিশালের বিদায়ী জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের স্থালভিসিক্ত হবেন। সবশেষ নারায়নগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
এর আগে, রবিবার (০৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে বরিশালসহ ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। বরিশালের বিদায়ী জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনকে জনপ্রশাসন মন্ত্রনালয়ে বদলী করা হয়েছে। অপরদিকে তার স্থলাভিসিক্ত হচ্ছেন নারায়নগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম।
এর আগে, শহিদুল ইসলাম বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব পালন করেন। আগামী সপ্তাহে তিনি নতুন কর্মস্থলে যোগদান করতে পারেন বলে জানিয়েছে সংশ্লিস্ট সূত্র।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ