রাজধানীর মগবাজার এলাকায় গতকাল সোমবার (১০ জুলাই) ট্রেনের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহত মো. ইউসুফ আলী খান (৫৯) বরিশালের বাকেরগঞ্জের মৃত আব্দুর রহিম খানের ছেলে। তিনি পুলিশের কনস্টেবল এলপিআরে কর্মরত ছিলেন।
ঢাকা রেলওয়ে থানার এএসআই ইকবাল হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার দিলু রোড ও এফডিসির মধ্যবর্তী রেললাইনে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইউসুফ আলী নিহত হন। দুর্ঘটনার সময় তিনি রেললাইন ধরে হাঁটছিলেন।
তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই ইকবাল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ