প্রায় ৩০০ গাড়ির বহর নিয়ে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে যাচ্ছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। দলের নির্দেশ পেয়ে ঢাকার সমাবেশে গাড়িবহর নিয়ে যোগ দিতে যাচ্ছেন বলে দাবি করেন তিনি।
সমাবেশে যোগ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, “ঢাকার শান্তি সমাবেশে 'আমাকে লোকজন নিয়ে যেতে বলায় আমি গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকায় যাব। ৩০০-এর অধিক গাড়ি নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল। কিন্তু গাড়ি পাওয়া যাচ্ছে না। এ পর্যন্ত ২৮০টি গাড়ি রেডি হয়েছে। আরো বাড়ানোর চেষ্টা চলছে।”
জানা যায়, বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে 'শান্তি সমাবেশ' করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
একই দিনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনের সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের এক দফা দাবিতে জোটভুক্ত ও সমমনা অন্যান্য দল নিয়ে বিএনপি সেখান থেকে আন্দোলনের ঘোষণা দেবে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/শফিক