গাজীপুরের এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক করে মোবাইল ফোনে আপত্তিকর ছবি ধারণের পর ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার রাতে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতার যুবকের নাম আকাশ সরদার। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। সে স্থানীয় একটি ওষুধ কোম্পানিতে শ্রমিকের কাজ করে। এক বছর আগে তার সাথে ফেসবুকে গাজীপুরের ওই স্কুলছাত্রীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সম্পর্কের সুবাদে ওই ছাত্রীকে ফুসলিয়ে মুঠোফোনে দুই মিনিটের আপত্তিকর ছবি ধারণ করে সে। সম্প্রতি সে ওই ছবি দেখিয়ে মেয়েটির কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে আরও টাকা চেয়ে না পেয়ে সম্প্রতি ওই ভিডিও মেয়েটির স্বজনদের কাছে পাঠাতে শুরু করে।
এক পর্যায়ে মেয়েটির বাবা বিষয়টি লিখিতভাবে গাজীপুর সদর থানায় জানায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বরিশাল ১০ এপিবিএন এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া।
বিডি প্রতিদিন/এমআই