বরিশালের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত সচিব মো. শওকত আলী। বৃহস্পতিবার সকালে নগরীর কাশীপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে মো. শওকত আলীকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী বিভাগীয় কমিশনার মো. আমীন-উল আহসান।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার মো. আনোয়ার হোসেনসহ বিভাগীয় প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সদ্য যোগদান করা মো. শওকত আলী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ছিলেন। বদলি হয়ে যাওয়া বিভাগীয় কমিশনার আমীন উল আহসানকে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার রাতে সার্কিট হাউজ মিলনায়তনে এক অনুষ্ঠানে বিদায়ী বিভাগীয় কমিশনার মো. আমীন-উল আহসানকে বিদায় এবং নবাগত বিভাগীয় কমিশনার মো. শওকত আলীকে বরণ করেন বিভাগের সরকারি কর্মকর্তারা। অনুষ্ঠানে দুই বিভাগীয় কমিশনার ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন এবং জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই