বরিশাল মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুরাদ হাসান রিন্টুকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার রাতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর আওয়ামী লীগের এক জরুরি সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হাসান রিন্টুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই