জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাকরাইলে শোক র্যালি করেছে জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ। শোক র্যালিটি রমনা ও কাকরাইল এর বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জালী নিবেদনের মাধ্যমে শেষ হয়।
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক মো. আশ্রাফুল ইসলাম খান এর নেতৃত্বে শোক র্যালিটি স্মরণ সভায় গিয়ে শেষ হয়।
সভাপতি মো. আল মামুন বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ বলেছিলেন ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কিন্তু গ্রামের সেই মানুষগুলো যে কষ্টে আছে তা দেখার কেউ নেই। হুসেইন মুহম্মদ এরশাদ এমন জননন্দিত নেতা ছিলেন যে ১৯৯১ সালে ও ১৯৯৬ সালে অন্ধকার কারাগারে বসে ৫ টি করে আসনে জয় লাভ করে এমপি হয়েছিলেন।
এসময় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল