নারায়ণগঞ্জে দুইজন তক্ষক পাচারকারীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে শহরের খানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় অভিযানে কথিত 'বহু মূল্যবান' হাঁস-পা তক্ষক (Flying Gecko) পাচারকালে আবুল কাশেম ও আবুল কালাম নামের দুই ব্যাক্তিকে আটক করে পুলিশ। পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং উভয়কেই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ছয় মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল