ঢাকা টু নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল একেএম মফিদুর রহমান বলেছেন, ‘আমরা এই অক্টোবরের মধ্যে চালু করতে চাই। সেজন্য কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে বোয়িং আমাদের সহায়তা করছে। তবে এ বছরের শেষ নাগাদ ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।’
শনিবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে বেবিচক চেয়ারম্যানের সঙ্গে ‘এটিজেএফবি ডায়ালগ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর নামে বিমানবন্দর করার সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, বিষয়টি বিবেচনাধীন। আগামী ২০৩৫ সালে চাপ বাড়লে তখন ভাবা হবে। তবে সিলেট, সৈয়দপুর ও চট্টগ্রাম বিমানবন্দর ভালোভাবে চালু হলে কেন্দ্রীয় বিমানবন্দরে চাপ কমবে।
সৈয়দপুর বিমানবন্দরের সম্প্রসারণ নিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, জমি অধিগ্রহণসহ যাবতীয় কাজ এগিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু বাজেট সংকটের কারণে সেই কাজ এখন করা যাচ্ছে না।
যাত্রীদের সঙ্গে বিমান কর্মীদের খারাপ আচরণের বিষয়ে তিনি বলেন, ‘যারা খারাপ আচরণ করছে, আমরা তাদের শাস্তি দিচ্ছি। জরিমানা করা হচ্ছে। আচরণ কেমন হবে এ নিয়ে তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।’
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বিমানবন্দরের নিরাপত্তা বিষয়ক একটি পর্যবেক্ষক দল এসেছিল। তারা ঢাকা ও সিলেট বিমানবন্দর পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানান বেবিচক চেয়ারম্যান।
যাত্রীদের ট্রলি ভোগান্তি নিয়ে এয়ার ভাইস মার্শাল একেএম মফিদুর রহমান বলেন, ট্রলি ম্যানেজম্যান্টকে সুপারভিশন করা হচ্ছে। অনেক পরিবর্তন হয়েছে।
যাত্রীদের সুবিধা দিয়ে টাকা নেওয়া হয় এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমরা অনেককে চাকরিচ্যুত করেছি।’
তবে এমন কিছু ঘটলে তিনি অভিযোগ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে এটিজেএফবি’র সভাপতি তানজীম আনোয়ার ও সেক্রেটারি জিয়াউল হক সবুজসহ সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল