২ সেপ্টেম্বর, ২০২৩ ০০:৩৫

ঢাকা কলেজের সমাজকল্যাণ ভবনে আগুন

অনলাইন ডেস্ক

ঢাকা কলেজের সমাজকল্যাণ ভবনে আগুন

ফাইল ছবি

ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় দ্রুতই তা নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মনিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ১১টার দিকে নিয়ন্ত্রণ কক্ষে ঢাকা কলেজের সমাজকল্যাণ ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর আসে। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১১টার ভেতর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের কোনো ঘটনা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ তারা জানাতে পারেনি। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ঢাকা কলেজের সমাজকল্যাণ ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের পুকুরে পানি ব্যবহারের জন্য পাম্প বসানো হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর