১০ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৩৫

যাত্রাবাড়ীতে মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক

যাত্রাবাড়ীতে মাদক কারবারি আটক

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০৪ কেজি গাঁজাসহ মো. গোলাম রব্বানী (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন গণমাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অভিযান চালায়।

অভিযানে ১০৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিকআপভ্যান জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওই কারবারি জানিয়েছেন, তিনি একজন পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

এছাড়াও আসামির নামে বিভিন্ন থানায় চারটি মাদক মামলা রয়েছে। আসামি রব্বানীর নামে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর