কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শুক্রবার ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের মেলা বসে। তাদের স্মৃতিচারণের পাশাপাশি হৈ-হুল্লোড়ে আনন্দ মুখর হয়ে উঠেছিলো স্কুল প্রাঙ্গণ। অনেকে তাদের বন্ধুদের পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন।
এ উপলক্ষে কুমিল্লা টাউনহল থেকে আনন্দ র্যালি বের হয়। আনন্দ র্যালির উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য এরোমা দত্ত ও স্কুলের সাবেক শিক্ষার্থী সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, স্কুলের বর্তমান প্রধান শিক্ষক রাশেদা আক্তারসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
উৎসব আয়োজক পর্ষদের যুগ্ম আহ্বায়ক দিলনাশি মহসিন ও সদস্য সচিব ফাহমিদা জেবিন জানান, উৎসবে দেশ ও দেশের বাইরে থেকে দুই সহস্রাধিক শিক্ষার্থী নিবন্ধন করেন। অনেকেই আগের দিন কুমিল্লায় চলে আসেন। দিনভর কর্মসূচির মধ্যে বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল