বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে বরিশালে পৃথক অনশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বরিশাল মহানগর ও জেলা (উত্তর) বিএনপি এবং একই সময়ে অশ্বিনী কুমার হলের সামনে জেলা (দক্ষিণ) বিএনপি পৃথক এই অনশনের আয়োজন করে।
মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব মীর জাহিদুল কবির এবং জেলা (উত্তর) বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান মুকুলের সঞ্চলনায় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া, জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান সহ মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা।অপরদিকে, একই সময়ে অশ্বিনী কুমার হলের সামনে জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল কালাম শাহিনের সঞ্চলনায় অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন ও আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তছলিম উদ্দিন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
অনশন ও সমাবেশ থেকে বেগম জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি জানান বক্তারা।
এর আগে মহানগর ও উত্তর জেলা বিএনপি এবং দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা থেকে ব্যানার-প্লাকার্ড ও ফেস্টুন সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে ভীড় করেন।
বিএনপির পৃথক কর্মসূচি উপলক্ষে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত