রাজধানীর কদমতলীর রায়েরবাগে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গেন্ডারিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাতেন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সোয়া ৯ টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ট্রাফিক পুলিশ সদস্য নাসরুল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে রাত ৯ টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন হাসপাতালে এসে তাকে সনাক্ত করে বলেন, বাতেন আমাদের থানায় সহকারী উপপরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। তিনি ডিউটি শেষ করে তার বাসায় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।
উদ্ধারকারী ট্রাফিক পুলিশ সদস্য নাসরুল বলেন, রায়েরবাগ বাস স্টেশন আউট গোয়িং পথে কোনও এক গাড়ির ধাক্কায় ধাক্কায় আহত অবস্থায় পড়ে ছিলেন এএসআই বাতেন।
সংবাদ শুনে নিহতের বাবা আব্দুল হাই , ও স্ত্রী ঝর্না বেগম হাসপাতালে ছুটে আসেন। নরসিংদী বেলাবো আউয়ালীকান্দি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে এএসআই বাতেন। বর্তমানে সাইবোর্ড এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি এক ছেলে দুই মেয়ের জনক। চার ভাই চার বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        