বরিশালে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতা অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি নগর স্বেচ্ছাসেবক দলের নেতা তারিক সুলাইমানকে (৩৩) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার রাতে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাতেই এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৮ এর ১ নম্বর কোম্পানি কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
গ্রেফতার তারিক সুলাইমান মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। তিনি বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার এমবিএম মোশারেফ হোসাইনের ছেলে।
কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর গণমাধ্যমে জানান, ৩১ অক্টোবর নগরের কাশিপুর লাকুটিয়া সড়কের রুপাইয়া এতিমখানার সামনের সড়কে কয়েকজন সহযোগীসহ স্টিলের পাইপ, লোহার শাবল ও লাঠিসোঁটা হাতে রাষ্ট্রবিরোধী নানা স্লোগান দেন তারিক। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। তখন কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে জনসাধারণ ও যান চলাচলে প্রতিবন্ধকতা করে। এতে জনমনে আতঙ্ক দেখা দেয়। এছাড়া তারিকের নেতৃত্বে বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড করার অভিযোগ রয়েছে।
এয়ারপোর্ট থানায় পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় প্রধান আসামি তিনি। তাকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব ছায়া তদন্ত শুরু হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র্যাবের একটি বিশেষ দল তারিককে গ্রেফতার করে। তাকে এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        