অবরোধের সমর্থনে গুলশানে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে মিছিলটি হয়।
গুলশান-২ এর আজাদ মসজিদের সামনে থেকে শুরু হয়ে গুলশান-১ এর দিকে যায় মিছিলটি।
মিছিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, কামরুজ্জান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক কাজী মোক্তার হোসেন, জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ